ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

মুগদায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
মুগদায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

বুধবার (২৪ জানুয়ারি) এই তথ্য জানা যায়।

মঙ্গলবার দিবাগত রাতে মুগদা হাসপাতালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মুগদা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারে মুগদা থানা উপ-পরিদর্শক মো. আবু সালেহ উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মুগদা টিটিপাড়া এলাকায় কোনো যানবাহনে ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। দেখতে পেয়ে পথচারীরা তাকে মুগদা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সেখানে মারা যান তিনি।

আরও উল্লেল করেন, খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১,  জানুয়ারি ২৪, ২০২৪।
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।