ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

দুর্নীতি-অনিয়মের অভিযোগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জানুয়ারি ২৫, ২০২৪
দুর্নীতি-অনিয়মের অভিযোগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদলি শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান

সাতক্ষীরা: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানকে খুলনা জেলার বটিয়াঘাটায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তার বদলির আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান কবির।  

একই আদেশে বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডলকে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ‘দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানের বিরুদ্ধে’ শিরোনামে বাংলানিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।