ঢাকা: বিভিন্ন কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত প্রায় ১ হাজার ২শ ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
পিএম/এএটি