ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধা ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
হাতীবান্ধা ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় গরুভর্তি একটি ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নওদাবাস ইউনিয়নের দইখাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল উপজেলা টংভাঙ্গা এলাকার আব্দুর  রহমান ছেলে। তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসার জন্য গরু কিনে পার্শ্ববর্তী চামটার হাট থেকে গরু ভর্তি ভটভটিতে বাড়ি ফিরছিলেন আফজাল হোসেন। পথে দইখাওয়া বাজার এলাকায় এলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ি ও গরুর নিচে চাপা পড়েন গুরুতর আহত হন ব্যবসায়ী আফজাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন এবং হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।