ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে এক টাকায় চিকিৎসাসেবা পেল তিন শতাধিক রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
নাটোরে এক টাকায় চিকিৎসাসেবা পেল তিন শতাধিক রোগী

নাটোর: নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে ‘এক টাকায় চিকিৎসা’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস বাংলানিউজকে বলেন, তৃণমূলের জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘এক টাকায় চিকিৎসা’ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে তিন শতাধিক সেবাপ্রার্থীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এতে চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহীর এক টাকার ডা. হিসাবে পরিচিত সুমাইয়া বিনতে মোজাম্মেল এবং ডা. এমএম আব্দুর রহমান বিশ্বাসসহ তাদের মেডিকেল টিম।  

ভবিষ্যৎতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।  

এক টাকায় চিকিৎসা সেবা পেয়ে আয়োজক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।