ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

আগুনের খবর খবরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।  

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকায় মদিনা রিসাইকেল মিলের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা এখনই জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।  

এ বিষয়ে কারখানার ম্যানেজার আতিকুর রহমান বলেন, হঠাৎ এই অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ৪০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।