ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে পানছড়ি ও ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে হত দরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক সেবার অংশ হিসেবে পানছড়ি ও ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় খাগড়াছড়ি জোনের পানছড়ি ও ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের এলাকায় ২৫০ জনের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়।

এসময় সেখানে খাগড়াছড়ি জোন অধিনায়কের পক্ষে ক্যাম্প কমান্ডার মেজর মো. শরীফ আহমেদ এবং খাগড়াছড়ি জোনের ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেলসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।