ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ঝিনাইগাতীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু  প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে হাতির পায়ে পিষ্ট হয়ে নুর ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নুর ইসলাম গুরুচরনদুধনই গ্রামের বাসিন্দা।

ওই গ্রামের আয়নাল হক জানান, কৃষক নুর ইসলাম প্রতিদিনের মতো সকালে তার পালিত গরু পাহাড়ে ছেড়ে দেন। বিকেল ৫টার দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান। কিন্তু অনেক সময় পরেও তিনি বাড়ি ফিরে না আসায় রাত ৮টার দিকে নুর ইসলামের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা তাকে খুঁজতে পাহাড়ে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে কৃষক নুর ইসলামের মরদেহের সন্ধান পান তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।