ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিলেকোঠায় যুবকের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
চিলেকোঠায় যুবকের ঝুলন্ত মরদেহ

খুলনা: খুলনায় চারতলা একটি বাড়ির চিলেকোঠা থেকে মিথুন মন্ডল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মির্জাপুর ইউসুফ রোডের ২৩ নম্বর বাড়ির চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড়ির মালিক খালিদ খান বলেন, মিথুন চার বছর ধরে আমার ভবনের চিলেকোঠায় একাই থাকতেন। তার গ্রামের বাড়ি রামপাল। ঘর ভাড়া নেওয়ার সময় তিনি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন বলে জানান। পরে কী করতেন, তা জানা নেই।

তিনি বলেন, সোমবার তার ঘরের দরজা চাপানো ছিল। ডাকলে তিনি বের হননি। আমি ঘরে চলে যাই। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ঘরের ভাড়াটিয়া আমাকে সংবাদ দিলে এসে দেখি ঘরের মধ্যে তার মরদেহ ঝুলছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেছে। তার বাবা-মাকে সংবাদ দিয়েছি, তারা আসছেন।

খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক বোধন বিশ্বাস জানান, চারতলায় চিলেকোঠায় ওই যুবকের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুই-তিন দিন আগে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।