ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
তারাকান্দায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মাসুম ওরফে মাজু (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জহিরুল ইসলাম জহির (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের মাথুয়াদী গ্রামে এ হত‍্যাকাণ্ড ঘটে।

নিহত মাসুম ওরফে মাজু একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত জহিরুল ইসলাম একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।  

বিসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ খান বলেন, মাদকাসক্ত জহিরুলের পরিবারের সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তিনি সব সময় দা, ছুরি নিয়ে ঘোরাফেরা করেন। স্থানীয় হোসেন খার মোড়ে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেন তিনি। এ কারণে এলাকাবাসী অতিষ্ঠ। মঙ্গলবার রাতে জহিরুলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেন বাসচালক মাসুম। এতে ক্ষিপ্ত হয়ে তিনি মাসুমকে ছুরিকাঘাত করেন। এ অবস্থায় মাসুমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।