ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ইটভাটাকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
সুন্দরগঞ্জে ইটভাটাকে লাখ টাকা জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিধিবহির্ভূত ভাবে স্থাপিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ গ্রামের এসআর ব্রিকসে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, ইটভাটাটিতে পরিবেশ অধিদপ্তরের বিধি অমান্যের পাশাপাশি অতিরিক্ত কৃষি জমি ব্যবহার করা হচ্ছিল। ফলে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় সংশ্লিষ্ট আইন অমান্য করে আরও যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এর আগে উপজেলার সর্বানন্দ ও ছাপড়হাটী ইউনিয়নের আরও তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।