ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বইমেলা শুরুর দিনে বৃষ্টির স্নিগ্ধতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
বইমেলা শুরুর দিনে বৃষ্টির স্নিগ্ধতা

গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: বইমেলা শুরুর দিনের সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সেভাবে দেখা যায়নি সূর্য।

এর মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

আর বৃষ্টি মাথায় নিয়েই বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা।

এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মেলার দ্বার সবার জন্য খোলার পর থেকেই বিভিন্ন প্রকাশনীর স্বত্বাধিকারী ও স্টলের কর্মরতরা মেলায় প্রবেশ করেন।

প্রথম দিনের মেলা ঘুরে দেখা যায়, এখনও বেশ কিছু স্টলের কাজ চলছে। সংশ্লিষ্টরা অনেকেই স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছিলেন। পরিপূর্ণভাবে সেজে ওঠেনি লিটল ম্যাগাজিন চত্ত্বরও।

প্রকাশনা সংস্থা ইউপিএলের কর্মকর্তা জানান, প্রথম দিন হিসেবে মেলায় দর্শনার্থীর সংখ্যা ও বেচাবিক্রি বেশ ভালোই বলতে হবে।

মেলায় ঘুরতে আসা মুরাদ হোসেন বললেন, এবার মেলার পরিবেশটা বেশ ভালো লেগেছে। অনেক বড় পরিসরে আয়োজন হওয়ায় ভিড়টা বেশি মনে হচ্ছে না। ঘুরেফিরেও স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। প্রথম দিনে মেলায় এসে দুইটি বইও কিনে ফেলেছি।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ছুটির দিনে বেলা ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। এবারও আছে শিশু চত্বর। আর বইমেলায় প্রবেশ ও বের হওয়াসহ সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে তিন শতাধিক ক্লোজসার্কিট ক্যামেরা। আছে পর্যাপ্ত আর্চওয়ে। নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এইচএমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।