ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সৌদি রিয়াল কম দামে বিক্রির নামে প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সৌদি রিয়াল কম দামে বিক্রির নামে প্রতারণা

বরিশাল: সৌদি রিয়াল কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. মুনির।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন মিন্টুকে (৪০) আটক করা হয়। রুহুল আমিন মিন্টু বরগুনা জেলার আমতলী থানাধীন গুলিশাখালী বাইনবুনিয়া এলাকার চান মিয়ার ছেলে।  

আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজ ব্যবহৃত সবুজ রংয়ের একটি সাবান, একশত মূল্যমানের একটি ও  ৫০ মূল্যমানের দুটিসহ তিনটি কাগজের তৈরি সৌদি রিয়াল, ২০ ইঞ্চি লম্বা ও ৩ ইঞ্চি চওড়া ১৮টি লেখাবিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডিল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

পরিদর্শক ছগির হোসেন জানান, রুহুল আমিন মিন্টু সৌদি রিয়াল দেখিয়ে, তা কম দামে বিক্রির কথা বলে সহজ-সরল লোকদের কাছে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে রুহুল আমিন মিন্টুকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে দেখা যায়, মিন্টু তার পরনের লুঙ্গির ভেতরে একটি আকাশী-নীল-কালো রঙের ও একটি সাদা-কালো রঙে আন্ডার ওয়ার প্যান্ট পরা অবস্থায় ছিল। আর তার ভেতরেই বিশেষ কৌশলে লুকিয়ে কাগজে মোড়ানো অবস্থায় একটি কাপড় ধোয়ার সবুজ রঙের সাবান এর ওপর ২০ ইঞ্চি লম্বা এবং ৩ ইঞ্চি চওড়া ১৮টি লেখা বিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডেল রাখা ছিল। যার ওপরে ১০০ মূল্যমানের একটি কাগজের তৈরি সৌদি রিয়াল ও ৫০ মূল্যমানের দুটি কাগজের তৈরি সৌদি রিয়াল রাখা ছিল। যেগুলো জব্দের পাশাপাশি প্রতারণা কাজে ব্যবহৃত একটি নেভি ব্লু  রঙের মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও তিন সদস্য পালিয়ে যান জানিয়ে পরিদর্শক ছগির হোসেন বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।