ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে শিশুদের পাপেট তৈরি কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নড়াইলে শিশুদের পাপেট তৈরি কর্মশালা নড়াইলে শিশুদের পাপেট তৈরির ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নড়াইল: শিশুদের পাপেট তৈরির কর্মশালা এবং পাপেট শোর মধ্য দিয়ে শেষ হয়েছে নড়াইলে তিনদিনব্যাপী শিল্পকলা উৎসব।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এস এম সুলতান শিশু স্বর্গে পাপেট শো’র উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান মিঠু।

এসময় শিশুদের উদ্দেশ্যে কথা বলেন বরেন্য শিল্পী মাহবুব জামাল শামিম, শিল্পী বলদেব অধিকারী, শিল্পী সমীর মজুমদার এবং এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী।

পরে শিশুদের জন্য পাপেট শো এবং পাপেট শো করা হয়। ঢাকার ‘জলপুতুল পাপেটস’ এর আয়োজনে পাপেট শো পরিচালিত হয়।

জলপুতুলের কর্মসূচি পরিচালক আশিফ চৌধুরীর পরিচালনায় ‘জল পাই কোথায়’ পাপেট শো দেখে শিশুস্বর্গের শিশুরা অত্যন্ত খুশি হয়। এরপর শিশুদের হাতে কলমে পাপেট তৈরি শেখানো হয়।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পলা মূখার্জী বলে, আমি প্রথম পাপেট শো সরাসরি দেখলাম। খুবই ভালো লাগছে। এছাড়া কাগজ দিয়ে একটি হাতির পাপেট বানানো শিখেছি। খুবই মজার ছিল।

একই ধরেনের অভিজ্ঞতা এখানে আসা সব শিশুর। শতাধিক শিক্ষার্থী পাপেট তৈরি কর্মশালায় অংশগ্রহণ করে।

তিন দিনব্যাপী নড়াইল শিল্পকলা উৎসব শুরু হয় ২৬ ফেব্রুয়ারি। নানা কর্মসূচির মধ্যে ছিল শিল্পী এস এম সুলতানের শিষ্যদের আঁকা ছবি, শিশুদের চিত্র প্রদর্শনী এবং জুলাই বিপ্লবের দেয়ালচিত্র প্রদর্শনী ছিল।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ