ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
নড়াইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইল: নড়াইল সদরে ডাকাতির মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে (৩৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম গ্রামের মৃত আ. রহমান মোল্যার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি কামালকে এসআই সেলিম মহালদার ও এএসআই মো. শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।