ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন এ আলোচনা শুরু হয়।

এ দিন রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ দিয়ে আলোচনার জন্য সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করেন।

এতে সমর্থন দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করেন, বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেওয়া ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।

কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। প্রথমে আলোচনায় অংশ নেন সাইফুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।