ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুরিয়ারে আসা সাবানের প্যাকেটে মিলল ৪২১০ ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
কুরিয়ারে আসা সাবানের প্যাকেটে মিলল ৪২১০ ইয়াবা

যশোর: যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে সাবানের পার্সেল আনতে গেলেন এক নারী।

গোপন সংবাদের ভিত্তিতে সেই কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায় র‌্যাব-৬ এর সদস্যরা।

এসময় ওই সাবানের প্যাকেট খুলে পাওয়া যায় ৪ হাজার ২১০টি ইয়াবা ট্যাবলেট।  

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে।  এ সময় ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার নারীর নাম, ফিরোজা খাতুন (২৮)। যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসিম গাজীর স্ত্রী তিনি।  

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব এসব তথ্য দেন।  

তিনি বলেন, তথ্য ছিল যে, একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নিউমার্কেট এলাকার এ.জে.আর পারসেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টনের মধ্যে সাবানের প্যাকেটে অভিনব কায়দায় ৪ হাজার ২১০ পিস ইয়াবাসহ ফিরোজা খাতুন নামের ওই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামি ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে এসেছিলেন।

র‌্যাব কমান্ডার আরও জানান, আসামি ফিরোজা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট কিনে তা যশোরে বিক্রি করতেন।  

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।       

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
ইউজি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।