ঢাকা: ভেজাল শিশুখাদ্য, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, অনুমোদনহীন প্লাস্টিক, মেলামাইন সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১৬ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া দুই লাখ টাকা মূল্যের মালামাল ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১০। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিত ছিলেন।
মইন কনজুমার প্রোডাক্টসকে এক লাখ টাকা, জেনেরিক অ্যাগ্রোকে চার লাখ টাকা, মেসার্স শহীদ মেলামাইনকে দুই লাখ টাকা,
সেতু প্লাস্টিককে চার লাখ টাকা ও মেসার্স রয়েল ড্রয়িং অ্যান্ড কপার ওয়্যারকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দুই লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, অনুমোদনহীন প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
এমএমআই/আরএইচ