ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দারিদ্র্য বিমোচনে বদ্ধপরিকর আ.লীগ সরকার: দীপংকর তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
দারিদ্র্য বিমোচনে বদ্ধপরিকর আ.লীগ সরকার: দীপংকর তালুকদার

রাঙামাটি: দেশে থেকে দারিদ্র্য বিমোচনে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দীপংকর তালুকদার বলেন, যাদের জায়গা-জমি, ঘর-বাড়ি নেই সরকার তাদের জায়গাসহ ঘর-বাড়ি দিচ্ছেন। কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে যাতে মানুষ খাদ্য সংকটে না পড়েন। দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ নতুন অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে।  

এসময় এমপি সংগঠনটির মহতী উদ্যোগকে স্বাগত জানান।

আওয়ামী পেশাজীবী লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল মাওলা, আওয়ামী পেশাজীবী লীগের জেলা কমিটির সহসভাপতি স্বপন বড়ুয়া মহাজন এবং স্বপন বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।