ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৯

রাঙামাটি: রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ কলেজ শিক্ষার্থীসহ নয়জন আহত হয়েছেন।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনের বিভিন্ন সময় এ দুর্ঘটনাগুলো ঘটে।

 

জানা গেছে, বুধবার জেলা শহরের রেডিও স্টেশন এলাকায় কাঠ বহনকারী একটি ট্রাক রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে উভয় বাহনের চালকসহ চারজন আহত হন। আহতরা সবাই রাঙামাটি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দিনের অপরদিকে, রাঙামাটি শহর থেকে শিক্ষার্থীদের বহন করা সিএনজিচালিত একটি অটোরিকশা কাউখালী উপজেলার ঘাগড়া সড়কে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচ শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান।  

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।