ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ট্রাক উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
নড়াইলে ট্রাক উল্টে নিহত ১

নড়াইল: ঢাকা-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে ইমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইমন যশোর মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি ট্রাকটির চালকের সহযোগী (হেলপার) ছিলেন।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্যাকেটজাত ডালডা বোঝাই করে যশোর যাচ্ছিল যশোর ট ১১ - ৩৯৬১ নম্বরের একটি ট্রাক। পথে সেটি সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর ট্রাক তুলে দেন। এতে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালকের সঙ্গে তার সহযোগী (হেলপার) ইমন।  

নড়াইল সদর ফায়ার স্টেশন অফিসার মো. মাসুদ রানা বাংলানিউজকে বলেন, খরর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও ট্রাকচালককে খুঁজে পাওয়া যায়নি। ভোরে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।