ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আয়কর রিটার্ন জমায় অনীহার কারণ জনসচেতনতার অভাব: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
আয়কর রিটার্ন জমায় অনীহার কারণ জনসচেতনতার অভাব: অর্থমন্ত্রী

ঢাকা: জনসচেতনতার অভাব আয়কর রিটার্ন জমা দানের অনীহার কারণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি বছর ৫ লাখ ৯০ হাজার ১৬৪ কোটি টাকা আয়কর আদায় হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর এক প্রশ্নের লিখিত অর্থমন্ত্রী এ সব কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, এ পর্যন্ত দেশে মোট টিআইএন নম্বরধারীর সংখ্যা ৯৯ লাখ ৭০ হাজার ৪৭১। চলতি অর্থ-বছরে (২০২৩-২০২৪) এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা প্রদানকারীর সংখ্যা ৩৬ লাখ ৬২ হাজার ০৮১ জন। দাখিলকৃত রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ লাখ ৯০ হাজার ১৬৪ কোটি টাকা।

তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দানে করদাতাদের অনীহার কারণসমূহ হলো- জনসচেতনতা, কর সংস্কৃতি এবং করদাতাদের ই-রিটার্ন দাখিল সংক্রান্ত আইটি জ্ঞানের অভাব।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।