ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ১১৫ একর জমির পপি ক্ষেত ধ্বংস করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
বান্দরবানে ১১৫ একর জমির পপি ক্ষেত ধ্বংস করল বিজিবি

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় ১১৫ একর জমির পপি ক্ষেত ধ্বংস করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার বাজারপাড়া আর্মি ক্যাম্প থেকে দক্ষিণ পূর্বকোণে ২ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বগারমুখ পাড়ার উমবাক্ক পাহাড়ে একটি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

এসময় সরকার কর্তৃক নিষিদ্ধ পপি চাষ করা ক্ষেতের সন্ধান পায় বিজিবির সদস্যরা। পরে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফের নেতৃত্বে পাহাড়ে চাষকৃত প্রায় ১১৫ একর জমির পপি ক্ষেতের গাছ, ফুল ও ফল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ধ্বংসকৃত অবৈধ পপির ওজন আনুমানিক ২ হাজার ৮শত ৭৫ কেজি এবং যার আনুমানিক মূল্য ২১,৫৬,২৫,০০০/- (একুশ কোটি ছাপ্পান্ন লাখ পঁচিশ হাজার) টাকা।

দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূলে/দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এই ধরনের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।