ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
হাজারীবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় ছাদে বাল্ব লাগানোর সময় নিচে পরে ইউনুস মিয়া (৫০) নামে এক ব্যক্তির মারা গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঝাউচর গাজিরঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

 

স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউনুস বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে। হাজারীবাগ ঝাউচর গাজিরঘাটের ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

হাসপাতালে ইউনুস মিয়ার চাচাতো ভাই হোসাইন মিয়া জানান, রাতে একতলা বাসার ছাদে বৈদ্যুতিক বাল্ব লাগাচ্ছিলেন ইউনুস। এসময় বৈদ্যুতিক শর্ট লেগে নিচে পরে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায়  তাকে দ্রুত প্রথমে শিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।