ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে জৈব সার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
কালিয়াকৈরে জৈব সার কারখানায় আগুন

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় একটি জৈব সার উৎপাদন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার সবুজ বাংলা জৈব সার উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় সবুজ বাংলা জৈব সার কারখানার পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়। এতে সার কারখানার তুলার গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন সার কারখানার অন্যান্য দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিক ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।