ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাটোর জেলার সদর উপজেলার ট্রাক চালক আল আমিন ওরফে মানিক (৩৯), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) এবং ট্রাকের হেলপার উলিপুরের নুর ইসলাম (২২)।

স্থানীয় সূত্রে পুলিশ জানা যায়, সকালে বীরগ্রাম এলাকায় নাটোরগামী বালুবাহী ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী কয়লাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।