ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসাপাতালে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নরসিংদীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসাপাতালে ভাঙচুর

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় মারজিনা পারভীন রিনি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসাপাতালে ভাঙচুর করেছে।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত মারজিনা পারভীন রিনি শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

নিহত রিনির ভাই দোলন খান জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মাথাব্যথা নিয়ে মারজিনা পারভিন রিনিকে শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেসার কম বলে জানায় চিকিৎসক। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে রিনির শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইনজেকশন পুশ করার পর শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে নিহত রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে রিনির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানায়, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছেন তিনি। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।