ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানের থানচিতে ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
বান্দরবানের থানচিতে ট্রাকে আগুন

বান্দরবান: বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মাণের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে থানচি উপজেলার থানচি সদর-কলাই সীমান্ত সড়কের ১১ কিলো নামে এলাকায় এ ঘটনা ঘটে।

 

সূত্র জানায়, বিকেলে একটি ট্রাক মালামাল নিয়ে বাকলাই ১১ কিলো নামক এলাকায় এলে সন্ত্রাসীদের একটি দল আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

সূত্রে আরও জানা গেছে, পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাসী দল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন মিঞা জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনা কেএনএফ সদস্যরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।