ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ভুয়া চক্ষু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
রাঙামাটিতে ভুয়া চক্ষু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি: রাঙামাটি চক্ষু হাসপাতালে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন।

এনডিসি বলেন, একজন ভুয়া চক্ষু চিকিৎসক চিকিৎসা প্রদান করছে এমন তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমরুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।