ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ‘সন্ত্রাসী’ পিচ্চি রাজুকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
ময়মনসিংহে ‘সন্ত্রাসী’ পিচ্চি রাজুকে কুপিয়ে হত্যা  স্বজনদের আহাজারি

ময়মনসিংহ: নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও মাদকবিক্রেতা রাজীব আহমেদ রাজ ওরফে পিচ্চি রাজুকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পিচ্চি রাজু নগরীর লিচু বাগান মহল্লার বাসিন্দা মো. আব্দুস সালামের ছেলে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে এতথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সন্ধ্যায় সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা পিচ্চি রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলের আশপাশে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন বা কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।  

ওসি আরও জানান, পিচ্চি রাজুর নামে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।