ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে শহীদ মিনারে জনতার ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
ফেনীতে শহীদ মিনারে জনতার ঢল

ফেনী: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ফেনীতে শহীদ মিনারে জনতার ঢল নেমেছে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে জেলা শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, এনজিও সংস্থাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

৫২ -এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে একুশের প্রথম প্রহরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক (ডিসি) মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার (এসপি) জাকির হাসান প্রমুখ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের পর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  

এ সময় শহীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মুহূর্তের মধ্যে পুরো শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায়।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।