ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: জেলার উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় মো. ইয়াছিন (৭) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথের সড়ক দিয়ে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে নিহত ওই শিশুর মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।