ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ আয়োজনে টি-২০ টুর্নামেন্ট শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ আয়োজনে টি-২০ টুর্নামেন্ট শুরু

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ আয়োজনে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতর কার্যালয়ের সামনে রেলওয়ের ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টি-২০  প্রতিযোগিতার উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।  

উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়ন ট্রফির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন, চুয়াডাঙ্গা স্ট্রাইকার বনাম যশোর ফ্যালকন।

তার আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়।  

পরে ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা। আগামী ২ মার্চ (শনিবার) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এবারের টি-২০  টুর্নামেন্টে দেশের রেলওয়ে অঞ্চল যশোর রাজবাড়ি, চুয়াডাঙ্গা রেলওয়ে অঞ্চলের রেলওয়ে কর্মচারীরা অংশগ্রহণ করছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে ধারা ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত খেলোয়াড় ধারাভাষ্যকার খোরশেদ আলম।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে প্রধান সহকারী ফারুক হোসেনের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।  

বিশেষ অতিথির বক্তব্য দেন- উত্তরবঙ্গের প্রখ্যাত শ্রমিকনেতা বীর-মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ্, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ্,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু, পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য দেন- সহকারী নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা, চাঁদ আহমেদ, সহকারী নির্বাহী প্রকৌশলী রাজবাড়ি হাবিবুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী যশোর গৌতম বিশ্বাস, রেলওয়ে শ্রমিক লীগ, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।