ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন, হচ্ছে বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
সিরাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন, হচ্ছে বৃষ্টি

সিরাজগঞ্জ: ফাল্গুনের শুরুতেই উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকেই সিরাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে।

এরই মধ্যে কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

আবহাওয়ার এই গুমোট ভাবের কারণে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়ে পড়েছে। নিম্ন আয়ের কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, পশ্চিমা লঘুচাপের কারণে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। আজ সকালে আমরা ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। আগামীকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।