ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় আলমপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর হোসেন উপজেলার আলমপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে নিজের জমিতে মোটরে সেচ দিতে যান আলমগীর হোসেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সন্ধ্যায় পারিবারিকভাবে মরদেহের জানাজার প্রস্তুতি চলছিল। এ সময় সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দাফনে বাধা দেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার চেষ্টা করেন। পরে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের হস্তক্ষেপে রাত সাড়ে ৯টার দিকে তাকে দাফন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় মরদেহ ময়নাতদন্তের পর দাফনের কথা বলেছে পুলিশ। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।