ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ধরা পড়েছে একটি রুপালি ইলিশ।   শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের এনামুল হক মিয়া মেম্বারের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।

 

পুকুরের মালিকের ছেলে বসুরহাট পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সজিব বলেন, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার সকালে জাল টেনে কোরাল, কার্ফু, তেলাপিয়াসহ কিছু মাছ ধরা হয়। একই সময় একটি ইলিশও জালে ধরা পড়ে। ইলিশটির ওজন প্রায় ৬০০ গ্রাম হবে। মাছটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।    

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ। চরফকিরা ও চর এলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এ পুকুরে বড় হয়। পাশাপাশি ওই অঞ্চলের অনেক পুকুরে নোনা পানির মিশ্রণ রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।