ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার শাহজাদপুরে রূপালী টিম্বার অ্যান্ড স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানসহ মোট পাঁচটি স্থাপনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস থেকে ৬টি ইউনিট কাজ করে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৩টা ৫৫ মিনিটে শাহজাদপুর মেইনরোডের পাশে রূপালী টিম্বারে আগুনের সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় রুপালী টিম্বার এর পাশাপাশি কাঠ বিক্রির তিনটি দোকান ও একটি অফিস পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোনো হতাহতের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এজেডএস/এসআইএ