ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিজলায় জুয়ারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
হিজলায় জুয়ারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত 

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় জুয়ারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পুরাতন হিজলা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত দুজন হলেন হিজলা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্বাস ও কনস্টেবল মো. আব্দুর রহিম।  

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর রায় বলেন, ওয়ারেন্ট তামিলের উদ্দেশে এএসআই আব্বাসের নেতৃত্বে তিন সদস্যের পুলিশ দল পুরাতন হিজলা মাছঘাট এলাকায় যান। সেখানে গিয়ে জুয়ার আসর দেখতে পায় তারা। এ সময় অভিযান চালালে জুয়ারীরা তাদের ওপর হামলা করেন। এতে এএসআই আব্বাস ও কনস্টেবল আব্দুর রহিম আহত হন। এর মধ্যে এএসআই আব্বাসের মাথায় জখম হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর কনস্টেবল আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিদর্শক দীপংকর রায়।  

প্রত্যক্ষদর্শী মো. সাব্বির বলেন, পুরাতন হিজলা মাছঘাট এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে। সেখানে তাস দিয়ে প্রতিদিন ৩/৫ লাখ টাকার জুয়া খেলা হয়। স্থানীয় জসিম সরদার, গিয়াসউদ্দিন ও লুৎফর মীর জুয়ার এ আসর বসায়।  

সাব্বির জানান, বিষয়টি ফোন কলের মাধ্যমে জানালে পুলিশ এসে কয়েকজন জুয়ারিকে আটক করে। এ সময় অন্য জুয়ারিরা এসে হামলা করে তাদের ছিনিয়ে নিয়েছে। এ হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৭, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।