ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেইলি রোডে আগুন: জীবিত উদ্ধার ৭৫ জন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
বেইলি রোডে আগুন: জীবিত উদ্ধার ৭৫ জন 

ঢাকা: রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও অচেতন অবস্থায় উদ্ধার ৪২ জন ও মৃত্যু হয়েছে ৩১ জনের।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে ধাপে ধাপে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও অচেতন অবস্থায় উদ্ধার ৪২ জন ও মৃত্যু হয়েছে ৩১ জনের

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর‌্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মোট কতজন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।