ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বেতন বাড়ানোর দাবিতে একটি কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় অবস্থিত তালহা স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা মুলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবি তাদের বেতন প্রতি মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। এছাড়া শ্রমিকদের বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও‌ তাদের এ বেতন দেওয়া হচ্ছে না। আগের নির্ধারিত বেতন ৭ হাজার টাকা বেতন দিচ্ছে শ্রমিকদের। এসব বিষয় নিয়ে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন।

শ্রীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজ জানান, গত মাসের বেতন পরিশোধ এবং বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।