ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
বেলকুচিতে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের ভ্রাম্যমাণ আদালত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার বলেন, আজ আমরা বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। অভিযানে লাইসেন্স, দক্ষ টেকনোলজিস্ট ও পরীক্ষার উচ্চমূল্য টানিয়ে রাখার দায়ে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।