ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক বৃষ্টির মরদেহের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
সাংবাদিক বৃষ্টির মরদেহের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া: রাজধানীর বেইলি রোডে আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহের দাবিতে তার নিজ জেলা কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।  

মঙ্গলবার (০৫ মার্চ) বেলা ১১টায় শহরের ডিসি কোর্টের সামনে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এই মানববন্ধনের আয়োজন করে।

 

বৃষ্টি খাতুনের মরদেহ হস্তান্তরে সৃষ্ট জটিলতাকে অযৌক্তিক উল্লেখ করে তীব্র নিন্দা জানান বক্তারা। তারা বলেন, প্রয়োজনীয় সব ধরনের ডকুমেন্ট দেওয়ার পরও প্রশাসন মরদেহ হস্তান্তর করেনি। এখন ডিএনএ টেস্টের নামে অযথা বিলম্ব করা হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক আমিরুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কেপিপির সহসভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, কেপিসির দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক চাঁদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।