ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
মুকসুদপুরে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শিমুলতলা এলাকায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে রিজাউল ফকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে নিশাতলা-বলনারায়ন রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিজাউল পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নসিমনের চালক ছিলেন।  

স্থানীয়রা জানান, মুকসুদপুরের খান্দারপাড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক শিমুলতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক রিজাউল নিহত হন।  

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম সড়ক এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নসিমনকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।