ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্র চালানো অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করা উচিত: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
রাষ্ট্র চালানো অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করা উচিত: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সরকার ভালো চলছে না। কারো কোনো দায়িত্ববোধ নেই।

যারা রাষ্ট্র চালায়, তাদের অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত।

বুধবার (৬ মার্চ) দুপুরে সখিপুরে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে মারধরের শিকার এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে, আর যাদের বিত্ত আছে, ওরা খেজুর খাবে, ওরা মুরগীর রান খাবে। এ অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারিনি।

এর আগে কাদের সিদ্দিকী বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিচারের দাবিতে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।