ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় পুকুর খননকালে মিলল মর্টার শেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
হাতীবান্ধায় পুকুর খননকালে মিলল মর্টার শেল

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।  

বুধবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা বালিকা বিদ্যালয়ের পাশে পুকুর খননকালে এটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বিদ্যালয় সংলগ্ন ঈদগাঁ মাঠে মাটি ভরাট করতে স্থানীয় শ্রমিকরা পার্শ্ববর্তী পুকুর খনন করেন। এ সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন। থানা পুলিশ পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মর্টার শেলটি তাদের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।