ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
মিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত

ঢাকা: রাজধানীর মিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় ইলমা নামে এক শিশু মারা গেছে।  শিশুটির বয়স ৩ বছর।

ঘটনার সময় শিশুটি তার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল।

বৃহস্পতিবার (৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন খান।

তিনি জানান, সকাল ১০টার দিকে মিরপুর শাহআলী ব্লক ই এর ২ নম্বর রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু ইলমা মারা যায়।

এদিকে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, ই ব্লকের ২ নম্বর রোডের বাসার সামনে দাঁড়িয়ে ছিল শিশু ইলমা। তখন সেখানে একটি কাভার্ড ভ্যান মালামাল ডেলিভারি দিয়ে পিছনের নেওয়ার সময় পিছনে দাঁড়িয়ে থাকা শিশু ইলমাকে ধাক্কা দিলে সে মারা যায়। কাভার্ড ভ্যান জব্দ করে চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিশুর মৃতদেহ আইনি প্রক্রিয়ার শেষে ময়নাতদন্তের জন্য শহীদ  সোহরাওয়ার্দী  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।