ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে ৩২ মামলার আসামি সন্ত্রাসী রমজান খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
যশোরে ৩২ মামলার আসামি সন্ত্রাসী রমজান খুন

যশোর: যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলী (৩০) খুন হয়েছেন।

শুক্রবার (০৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত রমজান আলী রেলগেট এলাকার চিহ্নিত মাদক কারবারি দম্পতি রেখা-ফায়েকের ছেলে।

জানা গেছে, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বোমাবাজি, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। নিহতের মায়ের বিরুদ্ধেও ২০-২৫টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রমজান ও তার সহোদর সাগর রেলগেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। সম্প্রতি প্রতিপক্ষ কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিচ্চি রাজার কিশোর গ্যাং দলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে।  

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।