ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ড্রামট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
ড্রামট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত এক দুর্ঘটনাকবলিত গাড়ি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও বালুবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মো. রুবেল (২৭) ও মো. সাগর (২৬) নামে দুইজন।

মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবদুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহত রুবেল ওই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে এবং সাগর একই এলাকার বাসিন্দা।  

এদের মধ্যে নিহত রহিম ও আহত সাগর বালুবাহী পিকআপভ্যানের শ্রমিক এবং রুবেল চালক।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে আসা একটি পিকআপভ্যান যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।  

সদর হাসপাতালের চিকিৎসক এমএ সালাম সৌরভ বলেন, দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।