ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ যুবক

বরিশাল: শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সাগর আহমেদ (২৮) নামে এক যুবক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শনিবার (৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও ওই যুবককে উদ্ধার করতে পারেননি।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীর টরকীর চর সংলগ্ন এলাকায়। নিখোঁজ যুবক সাগর আহমেদ কলাপাড়া উপজেলার চেকারিয়া গ্রামের ওবায়দুল মৃধার ছেলে। তিনি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের জুয়েল রাঢ়ীর মেয়ে জামাতা।  

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে টরকীর চর সংলগ্ন পালরদী নদীতে নয় বছরের শ্যালিকাকে নিয়ে গোসল করতে আসেন সাগর। পরে নদীতে নেমে সাঁতার না জানায় ডুবে যান তিনি।  

গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মনসুর হেলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্তও নিখোঁজ সাগরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের জন্য অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।