ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘এসএসসি ১৯৮৬ বাংলাদেশ’- এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
‘এসএসসি ১৯৮৬ বাংলাদেশ’- এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ফেসবুকভিত্তিক সংগঠন ‘এসএসসি ১৯৮৬ বাংলাদেশ’ তাদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। রাজধানী ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

বর্তমানে এর সদস্য সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে অংশ গ্রহণকারী পঞ্চাশোর্ধ্ব পুরুষ-নারীদের সরকার নিবন্ধিত একটি প্ল্যাটফর্ম।  

বর্ষপূর্তি উপলক্ষে গত ৮ মার্চ শুক্রবার রাজধানীর বিরুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং জোনে দিনব্যাপী বন্ধুদের পরিবারসহ ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বাইরে থেকে এবং প্রতিটি জেলা থেকে এসএসসি-১৯৮৬ এর কয়েক হাজার সদস্য যোগ দেয়।  

শুক্রবার সকাল ১০টায় বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১৬ আসনের সাংসদ আলহাজ্ব মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, সংগঠনের সফল সাধারণ সম্পাদক নাহিদ আক্তার, সহ-সাধারণ সম্পাদক লিটন ঢালী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মিরপুর পল্লবী জোনের সভাপতি কাজী মামুন, খিলগাঁও জোনের সভাপতি সেলিম খান, বসুন্ধরা জোনের সভাপতি আজাদ পাটোয়ারি, রংপুর বিভাগের সভাপতি সাদেকুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, প্রতিদিনের বাংলাদেশ- এর বিশেষ প্রতিনিধি ও সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সকল জেলা-জোনের প্রতিনিধি এবং সংগঠনের ফেসবুক পেইজের অ্যাডমিনরা।  

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। তারপর কোরআন তেলোয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের পর বিভিন্ন কারণে প্রয়াত বন্ধুদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নানাবিধ আলোচনায় প্রথম পর্ব শেষ হয়।

১ম পর্বের পর জুম্মার নামাজ ও দুপুরের খাবারের বিরতি দিয়ে ২য় পর্ব শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটা দিয়ে। এই পর্বে নারীদের সম্মানার্থে বিভিন্ন পদক্ষেপের কথা ব্যক্ত করে অ্যাডমিন বন্ধু সঞ্চিতা দাস। তারপর বিকেলে চলে আড্ডা, কবিতা, গান, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের পর সংগঠনের সভাপতির বিভিন্ন দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে রাত ১০টায় অনুষ্ঠান শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ